নিউজ ডেস্ক : বড় নিউজ সৃষ্টির জন্য বিএনপিই সুপরিকল্পিত নিজেদের গাড়িবহরে হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ করতে যাওয়ার পথে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে রোববার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আমার কাছে খবর আছে ছাত্রদল ও যুবদলের মাধ্যমে এই ঘটনা ঘটিয়ে ছাত্রলীগ ও যুবলীগের ওপর দায় চাপানো হয়েছে।’
এদিকে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে গতকাল যে হামলার ঘটনা ঘটেছে তার পুনরাবৃত্তি হবে না বলে আশা প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার সকালে চট্টগ্রামে মোটেল সৈকতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব।
গতকালের হামলার ঘটনায় ক্ষমতাসীনদের দায়ী করে মির্জা ফখরুল বলেন, যারা হামলা চালিয়েছে তাদের নাম-পরিচয় মিডিয়াতে এসেছে। সত্যকে অস্বীকার করাও অপরাধ।
তিনি বলেন, হামলার ঘটনার পর আমরা পুলিশের আইজিপির সঙ্গে কথা বলেছি। তিনি নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
এমটিনিউজ/এসএস