হাবিবুর রহমান ইরান, ঢাকা: প্রতিভা থাকলেও প্রতিভা বিকাশের যারা সুযোগ থেকে বঞ্চিত তাদের সর্বাগ্রেই প্রতিবন্ধী শিশুরা। স্বাভাবিক মানুষের তুলনায় মেধা-দক্ষতায় কোনো অংশে পিছিয়ে নেই তারা।
এর প্রমাণ মেলে বারবার। দেশ ব্যাপি এক প্রতিযোগিতায় সাধারণ শিক্ষার্থীদের হারিয়ে ১ম, ২য়, ৩য় পুরস্কার জিতলেন ৩ প্রতিবন্ধী শিশু।
এখানেই নয় প্রতিবন্ধীদের মেধা-কর্মদক্ষতার পরিচয় মেলে নতুন কিছু আবিস্কার ও নিরলস পরিশ্রমের ক্ষেত্রে। শুধু কাজই বোঝেন তারা। ভালোবাসেন কাজকে। পারিশ্রমিক নিয়ে তাদের চিন্তা নেই। আউটপুট দেয়া নিয়েই ভাবেন।
বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের কাজের হালচাল নিয়ে জানতে চাইলে মেলে এই তথ্য। শ্রবণ তথা বধির প্রতিবন্ধীরা কিছুতেই বোঝা নন। বরং সম্পদ।
কিন্তু উপযুক্ত শিক্ষার মাধ্যমে তাদের গড়ে তোলার ক্ষেত্রে অসচেতন অনেক অভিবাভক। বধিরদের জন্য দেশে যে শিক্ষা প্রতিষ্ঠান আছে তা যথেষ্ট নয়।
দেশে বধিরদের জন্য একটি মাত্র সরকারি হাইস্কুল রয়েছে। নেই আলাদা উচ্চ শিক্ষার ব্যবস্থা। তাদের নিয়ে গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করলে দেশের জন্য মোটেই অমঙ্গল হবে না।
ঢাকা সরকারি বধির হাইস্কুলটি রাজধানীর বিজয়নগরে অবস্থিত। এখানে এস এস সি, জে এসসি, পি এস সি পরীক্ষার ফলাফলে পিছিয়ে নেই তারা।
মুখ না চললেই মেধাটা তাদের ঠিকঠাক। সুন্দর হাতের লেখা তাদের। অনেকেই এ প্লাস আদায় করছেন নিজ নিজ মেধায়।
তবে দেশের একমাত্র সরকারি বধির হাইস্কুল হলেও এখানে বৃষ্টি এলেই থাকে হাঁটু পানি। ভারি বর্ষায় কোমর সমান পানি। টিন পুরনো হয়ে যাওয়া বৃষ্টির পানি পড়ে ক্লাসে।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক জনাব আমিনুল ইসলাম জানান তার প্রতিষ্ঠানটির দৈন্যদশার খবর। জানা যায়, জাতীয় শিশু একাডেমি কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সাধারন শিক্ষার্থীদের টেক্কা দিয়ে ২০১৭ ও ২০১৬ সালে ১ম, ২য়, ৩য় পুরস্কার জিতলেন এখানের ৩ প্রতিবন্ধী শিশু।
প্রতিবন্ধীদের জন্য প্রতিটি জেলা, উপজেলায় আলাদা সাধারন শিক্ষা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে দূর করা যেতে পারে প্রতিবন্ধীদের নিয়ে বাবা-মায়ের বাড়তি চিন্তা।
৭ নভেম্বর ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর