মঙ্গলবার, ০৭ নভেম্বর, ২০১৭, ০৩:৪৮:০৩

১৪২ উপজেলায় ১০০০ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি

১৪২ উপজেলায় ১০০০ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি

নিউজ ডেস্ক : মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (SESIP) আওতায় শুধু প্রোগ্রাম মেয়াদের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে রিসোর্স টিচার (আরটি) নেওয়া হবে।

পদের নাম
রিসোর্স টিচার (আরটি)

পদের সংখ্যা
আরটি পদে ১০০০ জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গণিত, বিজ্ঞান, ইংরেজি বিষয়ে স্নাতক পাস অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্নাতক (পাস) ডিগ্রিধারীদের গণিত ও বিজ্ঞান বিষয়ে কমপক্ষে ৫০% নম্বর এবং ইংরেজি বিষয়ে ৪৫% নম্বর থাকতে হবে।

বেতন ও বয়স
নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ২০ হাজার ৩০০ টাকা প্রতি মাসে। অনূর্ধ্ব-৩০ বছর এবং মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পুত্র ও কন্যাদের ক্ষেত্রে অনূর্ধ্ব-৩২ বছর।

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা ৬ নভেম্বর ২০১৭ তারিখ থেকে http://sesip.gov.bd/ ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদনের সময়সীমা
আগামী ২১ নভেম্বর ২০১৭ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে