নিউজ ডেস্ক: ঢাকা কলেজ সাংবাদিক সমিতির পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে একাত্তর টিভির আরেফিন শাকিলকে আহ্বায়ক ও বাংলা ট্রিবিউনের আদিত্য রিমনকে সদস্য সচিব করা হয়েছে। বৃহস্পতিবার (০৯ নভেম্বর) রাতে রাজধানীর কাওরান বাজারে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
এ কমিটিকে ১৫ ডিসেম্বরের মধ্যে নতুন সদস্য নির্বাচন ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।
আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন– এম এ আহাদ শাহীন (আমাদের অর্থনীতি), রাফসান জানি (বাংলা ট্রিবিউন) ও ফজলুর রহমান (ভোরের ডাক)।
সমিতির উপদেষ্টা সালমান তারেক শাকিল (বাংলা ট্রিবিউন), সাবেক সভাপতি যাকারিয়া ইবনে ইউসুফ (যুগান্তর), সাবেক সহ-সভাপতি নাজমুল সাঈদসহ (বৈশাখী টিভি) অন্য সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।