নিউজ ডেস্ক : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগের বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিএনপি নেতাদের নানা প্রতিক্রিয়ায় অভিযোগ উঠেছে প্রধান বিচারপতিকে পদত্যাগে বাধ্য করা হয়েছে।
এমন অভিযোগকে উড়িয়ে দিয়ে বিষয়টি নিয়ে বিএনপিকে ‘জলঘোলা’ না করার পরামর্শ দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার বিকালে তিনি গুলশানের নিজ বাড়িতে সাংবাদিকদের এই প্রতিক্রিয়া জানান।
আইনমন্ত্রী বলেন, প্রধান বিচারপতি নিজে অসুস্থতার কারণে প্রথমে ছুটি নিয়েছেন। তারপরে আমিও হতভম্ব হয়েছি যে তিনি বললেন, ‘আমি (প্রধান বিচারপতি) সুস্থ’। তিনি বিদেশ চলে গেলেন।
মন্ত্রী বলেন, বিদেশ থেকে তিনি পত্র পাঠিয়েছেন সেখানে আমরা তাকে জোর করব কোত্থেকে? বিদেশে তো আমরা পিস কিপিং ফোর্স পাঠাইনি সুতরাং এগুলো হচ্ছে অবাস্তব বক্তব্য।
আনিসুল হক আরো বলেন, যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চান, তারা হয়ত এসব কথা বলেন। আমি তাদেরকে শুধু বলব- পানি অত্যন্ত স্বচ্ছ, সেখানে মাছ শিকার করার কোনো উপায় নেই।
এমটিনিউজ/এসএস