নিউজ ডেস্ক : রাজাধানীর সোহরাওয়াদী উদ্যানে বিএনপি আয়োজিত জনসভা মঞ্চে হাজির হয়ে এখন বক্তব্য দেওয়া শুরু করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
রোববার বিকাল ৩ টা ২০ মিনিটের দিকে তিনি জনসভাস্থলে প্রবেশ করেন। বিকাল সাড়ে চারটার দিকে বেগম জিয়া বক্তব্য দিতে মাইকে আসেন। এসময় নেতাকর্মীরা তাকে বিভিন্ন ধরনের স্লোগানে-স্লোগানে স্বাগত জানান।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে জনসভাটি সঞ্চালনা করছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
এর আগে, জনসভায় যোগদানের জন্য সকাল থেকে ঢাকা ও এর আশপাশের বিভিন্ন ওয়ার্ড –এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থান নেন।
দুপুর পৌনে ২টার দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর ঢাকা মহানগর ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখছেন।
এমটিনিউজ/এসএস