সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭, ১১:২৩:৩৮

বিএনপির মুখে এটা মানায় না : ওবায়দুল কাদের

বিএনপির মুখে এটা মানায় না : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক : এ দেশে যারা সাম্প্রদায়িক শক্তির পৃষ্ঠপোষকতা করেছে, জঙ্গিবাদের বিস্তার ঘটিয়েছে, তাদের মুখে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার কথা ‘ভূতের মুখে রামনাম’ নয় কি?

সোমবার বিকেলে রাজধানীর প্রেসক্লাবে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেসকোর প্রামাণ্য দলিল শাখায় স্বীকৃতি পাওয়া উপলক্ষে ‘সাংবাদিকদের আনন্দ সম্মিলন’ অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

ওবায়দুল কাদের বলেন, দেশে তারাই (বিএনপি) বেশি নীতিকথা বলেন, যারা বেশি দুর্নীতিগ্রস্ত। এ দেশে যারা নষ্ট রাজনীতি করেছেন, তারা এখন রাজনীতিতে গুণগত পরিবর্তনের কথা বলেন। বিএনপির মুখে এটা মানায় না।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপির প্রতিহিংসার রাজনীতির কারণে অনেক মানুষ তাদের জীবন হারিয়েছে। বিএনপির প্রতিহিংসার আগুনে শিক্ষক, গাড়িচালক, শিক্ষার্থীসহ অনেকে জীবন হারিয়েছেন। তারা এখন রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চায়।

১৮ নভেম্বর আওয়ামী লীগের নাগরিক সমাবেশ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সমাবেশ নিয়ে কোনো রাজনীতি করছি না, আমাদের সমাবেশ পাল্টাপাল্টি না।’

এটাকে পাল্টাপাল্টি না বলার অনুরোধ করে তিনি বলেন, রোববার বিএনপির চেয়ারপারসন সমাবেশ করেছেন। ১৮ তারিখ আওয়ামী লীগ সমাবেশ করবে।এখন দু-এক দিনের মধ্যে আমি দেখব অনেকে লিখছেন, আমরা পাল্টা সমাবেশ দিয়েছি। প্লিজ, আমরা পাল্টাপাল্টি কোনো সমাবেশে যাচ্ছি না।

আওয়ামী লীগ কোনো বিভাজনের রাজনীতি করছে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘যা ছিল বাঙালির সম্পদ, সেটা আজকে বিশ্বের সম্পদ। যা ছিল বাঙালির প্রামাণ্য দলিল, তা আজকে বিশ্বের হেরিটেজ। এটা নিয়ে আমরা কোনো রাজনীতি, কোনো ডিভাইসিভ পলিটিকস করছি না।’

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে