নিউজ ডেস্ক : সোস্যাল ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের পর এবার সাত পরিচালকও পদত্যাগ করেছেন। গতকাল সোমবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় তারা পদত্যাগ করেন।
পদত্যাগ করা পরিচালকরা হলেন- আবদুর রহমান, আবদুল মুহিত, এ এফ এম আসাদুজ্জামান, মইনুল হাসান, ইউসুফ হারুন ভূঁইয়া, লিলি আমিন ও আফিয়া বেগম।
এদের মধ্যে প্রথম চারজন স্বতন্ত্র ও পরের তিনজন শেয়ারধারী পরিচালক। এদিকে সভায় নতুন নয়জনকে পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। যাদের মধ্যে সাতজন স্বতন্ত্র এবং দুইজন শেয়ারধারী পরিচালক।
ঘটনার সত্যতা স্বীকার করে সোস্যাল ইসলামী ব্যাংকের পরিচালক আনোয়ারুল আজিম আরিফ বলেন, ব্যক্তিগত কারণে তারা পদত্যাগ করেছেন।
উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকেই ব্যাংকটির মালিকানা নিয়ে টানাপোড়ন শুরু হয়।
যার ধারাবাহিকতায় ৩০ শে অক্টোবর পদত্যাগ করেন ব্যাংকটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর রেজাউল হক, নির্বাহী কমিটির চেয়ারম্যান আনিসুল হক ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শহীদ হোসেন।
এমটিনিউজ/এসএস