নিউজ ডেস্ক : ঢাকা-রাজশাহী ও ঢাকা-চট্টগ্রাম রুটে মাত্র দেড় হাজার টাকা ভাড়ায় একদিনের জন্য একমুখী ভ্রমণের সুযোগ দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।এই অফারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৯১ ফ্লাইটে আগামী ১৭ নভেম্বর ঢাকা-রাজশাহী দেড় হাজার টাকা এবং বিজি-৪১৫ ফ্লাইটে ২৯ ডিসেম্বর ঢাকা-চট্টগ্রাম দেড় হাজার টাকায় যাত্রীরা ভ্রমণ করতে পারবেন।
মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহকারী ব্যবস্থাপক (জনসংযোগ) তাছমিন আকতার জানান,এই অফারে যাত্রীরা শুধুমাত্র যাওয়ার ক্ষেত্রে এ সুবিধা পাবেন এবং এতে সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ ভাড়া নির্ধারণ করা হয়েছে। বিমানের সেলস সেন্টার, ট্রাভেল এজেন্ট, বিকাশ এবং বিমান ওয়েবসাইট থেকে টিকিট কেনা যাবে।
এমটিনিউজ২৪/টিটি/পিএস