বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭, ০৮:৫৮:৩৪

মিজোরামে জঙ্গি দমনে যৌথ মহড়া ভারত-বাংলাদেশ সেনাবাহিনীর

মিজোরামে জঙ্গি দমনে যৌথ মহড়া ভারত-বাংলাদেশ সেনাবাহিনীর

নিউজ ডেস্ক : সময়টা দুপুর ২টো। খবর ছড়িয়ে পড়েছে মিজোরামের একটি স্কুল পণবন্দি করে রেখেছে জঙ্গিরা। সরকারি তরফে যুদ্ধকালীন তত্পরতায় ভারতীয় সেনা নেমেছে উদ্ধারকার্যে। যোগ দিয়েছে বাংলাদেশি সেনাও।

নীচ থেকে সেনারা স্কুলকে যেমন ঘিরে ফিলেছে, আকাশ পথেও নামছে ব্ল্যাক কম্যান্ডো। দফায় দফায় দু’পক্ষ থেকে চলছে গুলি বিনিময়। হাড়হিম করা জঙ্গি নিকেশ চলল বেশ কয়েক ঘণ্টা ধরে।

এটি আসলে ছিল ভারত-বাংলাদেশ সেনার যৌথ মহড়া। ৮ নভেম্বর থেকে এই মহড়া শুরু হয়। আজই শেষ হয়েছে এই দুই দেশের মহড়া। ভারতীয় সেনা সূত্রে বরাত দিয়ে এখবর জানিয়েছে ভারতের সংবাদ মধ্যম জিনিউজ।

মিজোরামের বৈরাংতের কাউন্টার-ইনসার্জেন্সি এবং জঙ্গল ওয়ারফেয়ার স্কুলে ভারত-বাংলাদেশের যৌথ উদ্যোগে ৮ দিন ধরে চলে এই মহড়া। উত্তর-পূর্ব ভারতের জায়াগাগুলিতে জঙ্গিহানার সম্ভবনা বেশি থাকায়, মিজোরামের বৈরাংতে এই প্রশিক্ষণ দেওয়া হয়।

‘এক্সার্সাইজ সম্প্রীতি’ নামে চলা এই মহড়ায় বিশেষ করে গুরুত্ব পেয়েছে কীভাবে পাহাড়ি অঞ্চলে গভীর জঙ্গলের মধ্যে জঙ্গি নিকেশ করা যায় কিংবা বাড়ির মধ্যে পণবন্দি হলে দুই দেশের সেনা এক সঙ্গে জঙ্গিমুক্ত করতে পারে।   

বাংলাদেশ এবং ভারতের একসঙ্গে প্রশিক্ষণ হওয়ায় অনুপ্রবেশ, স্লিপার সেলের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে মোকাবিলা করতে আরও বেশি সহজ হবে  বলে জানাচ্ছেন ভারতীয় সেনার উচ্চ পদস্থ অফিসাররা।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে