নিউজ ডেস্ক : রিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘চাকরির জন্য আর শহরে আসতে হবে না। গ্রামেই মিলবে চাকরি। আমরা গ্রামগুলোকে সেভাবেই ঢেলে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছি। ’
রাজধানীর শেরেবাংলানগরে পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে গতকাল এসব কথা বলেন মন্ত্রী।
পরিকল্পনামন্ত্রী বলেন, বর্তমানে ১৪০০ প্রকল্প চলমান আছে। এগুলো বাস্তবায়ন হলে গ্রাম আর গ্রাম থাকবে না। এ ছাড়া ১০০টি বিশেষ ইকোনমিক জোনও গ্রামেই হচ্ছে। সেখানেও হাজার হাজার বেকারের কর্মসংস্থান হবে।
সরকার কর্মসংস্থানমুখী প্রবৃদ্ধি অর্জনে গুরুত্ব দিচ্ছে জানিয়ে এ সময় মন্ত্রী আরও বলেন, ২০১৯ সালের মধ্যে জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশ থেকে ২০৪০ সালের মধ্যে ১০ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে সরকারের।
দেশে মধ্যবিত্ত শ্রেণির সংখ্যা বাড়াতে কাজ করছে সরকার এমন তথ্য দিয়ে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে ৩০ মিলিয়ন (৩ কোটি) মধ্যবিত্ত শ্রেণি রয়েছে। এ সংখ্যা ভারত-চীনে অনেক বাড়ছে।
সে অনুযায়ী আমাদের দেশে বাড়ছে না। ’
খাদ্য উৎপাদন কমেছে : আগাম বন্যার কারণে গত অর্থবছরে দেশে খাদ্য উৎপাদনের পরিমাণ প্রায় ৯ লাখ মেট্রিক টন কমেছে বলে মিট দ্য প্রেসে জানানো হয়। পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানায়, মার্চ থেকে মে এই তিন মাস বাংলাদেশে বোরোর চাষ হয়।
গত অর্থবছর এই মৌসুমে ১৮৯ দশমিক ৩৭ লাখ মেট্রিক টন বোরো ধান উৎপাদিত হয়েছিল। আর এবার বন্যার কারণে তা কমে হয়েছে ১৮০ দশমিক ১৩ লাখ মেট্রিক টন।
পরিকল্পনামন্ত্রী বলেন, আগাম বন্যার কারণে বোরো উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেই সার্বিকভাবে খাদ্য উৎপাদন কমেছে। তবে গত অর্থবছরে সবজি উৎপাদন বেড়েছে বলে তিনি উল্লেখ করেন।
এমটিনিউজ/এসএস