শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭, ০৪:০২:২৮

দ্রুত এগিয়ে যাচ্ছে, বিশ্বসেরা ১০ পোশাক কারখানার মধ্যে ৭টিই বাংলাদেশের

দ্রুত এগিয়ে যাচ্ছে, বিশ্বসেরা ১০ পোশাক কারখানার মধ্যে ৭টিই বাংলাদেশের

নিউজ ডেস্ক : রানাপ্লাজা দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ তৈরি পোশাক খাতে দ্রুত এগিয়ে যাচ্ছে। যার প্রমাণ, পোশাক শিল্পের বিশ্বসেরা ১০টি কারখানার মধ্যে ৭টিই বাংলাদেশে।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে 'এইচ.এস.বি.সি এক্সপোর্ট এক্সেলেন্সি অ্যাওয়ার্ড' অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ৭ম বারের আয়োজন করা হয় এই অনুষ্ঠান। রপ্তানিতে বিশেষ অবদান রাখায় এবার ক্লাসিক্যাল হ্যান্ডমেড, সি-মার্ক বাংলাদেশ লিমিটেড, এনভয় টেক্সটাইল লিমিটেড, তারাসিমা অ্যাপারেল লিমিটেড ও স্কয়ার ফ্যাশনস লিমিটেড এই সম্মাননার জন্য মনোনীত হয়। অনুষ্ঠানে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন বাণিজ্যমন্ত্রী।
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে