সোমবার, ২০ নভেম্বর, ২০১৭, ১২:৫৫:৪৫

নিখোঁজ থেকে ফিরে মুখ খুললেন অনিরুদ্ধ রায়

নিখোঁজ থেকে ফিরে মুখ খুললেন অনিরুদ্ধ রায়

নিউজ ডেস্ক : তুলে নেওয়ার ৮১ দিন পর বাড়ি ফেরা ব্যবসায়ী ও বেলারুশের অনারারি কনসাল অনিরুদ্ধ রায় একটি চিঠি লিখেছেন। গতকাল অনিরুদ্ধের ব্যবসা প্রতিষ্ঠান আরএমএম গ্রুপের প্যাডে লেখা ওই চিঠি তার পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকে দেওয়া হয়েছে।

চিঠির নিচে তার স্বাক্ষর রয়েছে। চিঠিতে অনেক বিষয়ে কথা বললেও এই ৮১ দিন তিনি কোথায় ছিলেন, কীভাবে ছিলেন, সে বিষয়ে কিছুই বলেননি। চিঠিতে বলা হয়েছে, আমি অনিরুদ্ধ কুমার রায়, ব্যবস্থাপনা পরিচালক আরএমএম গ্রুপ। আমি ব্যবসায়িক প্রতিহিংসার শিকার।

আমার ব্যবসায়িক অংশীদার মহিউদ্দিন আহমেদ মাহিন গং আমার প্রতিষ্ঠিত তিনটি প্রতিষ্ঠান আরএমএম লেদার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আরএমএম নিট ক্লথিং লিমিটেড ও আরএমএম সোয়েটার লিমিটেড (যার সম্পদের মূল্য ১৫০ কোটি টাকার অধিক) হস্তগত করার জন্য হেন কোনো কাজ নেই, যা করেননি।

২৭ আগস্ট গুলশান-১ এর ইউনিয়ন ব্যাংক থেকে মিটিং শেষে ফেরার পথে বিকাল সাড়ে ৪টায় ওই বিল্ডিংয়ের নিচ থেকে আমাকে অপহরণ করা হয়। সম্ভবত ব্যবসায়িক প্রতিহিংসার কারণে এমনটা হয়েছে বলে আমি আশঙ্কা প্রকাশ করি।

চিঠিতে আরও লেখা হয়েছে, আমার অবর্তমানে আমাকে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করে। যার মধ্যে (ক) আমার মালিকানাধীন প্রতিষ্ঠান এলআইবি-এর শিপমেন্ট সার্টিফিকেট প্রদানে বিএফএলএলএফইএ এর চেয়ারম্যান হিসেবে অনৈতিকভাবে বাধা প্রদান

(খ) নিয়মবহির্ভূতভাবে অন্য কোম্পানি থেকে পাওনা ৫ কোটি টাকা কোম্পানির অ্যাকাউন্টে জমা দেওয়ার পরিবর্তে নিজের নামে গ্রহণ, (গ) ফ্যাক্টরির শ্রমিকদের হুমকি দেওয়াসহ বিরূপ পরিস্থিতির সৃষ্টি করা

ঘ) আমার অনুপস্থিতিতে আমার অনুমতি ব্যতিরেকে আমার অফিস কক্ষ থেকে জরুরি নথিপত্র অন্যত্র সরিয়ে নেওয়া উল্লেখযোগ্য।

অপহরণ করার পর তারা আমার সমুদয় সম্পত্তি লিখে দেওয়ার জন্য নানাবিধভাবে চাপ প্রয়োগ করে এবং আমি তা দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করি। সৃষ্টিকর্তার কৃপায় ১৭ নভেম্বর বাসায় ফিরি। ন্যায় বিচার, ব্যবসায়িক সুরক্ষা ও ব্যক্তিগত নিরাপত্তা চেয়ে চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছেন এই ব্যবসায়ী।

অনিরুদ্ধ রায় ‘রহস্যজনকভাবে নিখোঁজ’ হওয়ার পর ফিরে এসে এখন পর্যন্ত কারও সঙ্গে কথা বলেননি। গতকাল তিনি এই চিঠি লিখেছেন। তিনি সাতবার গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ব্যক্তিত্ব (সিআইপি) হিসেবে সরকারের স্বীকৃতি পেয়েছেন।

গত ২৭ আগস্ট বিকালে রাজধানীর গুলশান-১ এ অবস্থিত একটি ব্যাংকের সামনে থেকে মাইক্রোবাসে অনিরুদ্ধ রায়কে তুলে নেওয়া হয়েছিল বলে সে সময় জানিয়েছিলেন তার গাড়িচালক। পরে তার ভাগ্নে কল্লোল রায় গুলশান থানায় একটি জিডি করেন। দীর্ঘ ৮১ দিন নিখোঁজ থাকার পর শুক্রবার তিনি গুলশানের বাসায় ফেরেন।

চিঠির বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, আমাদের সঙ্গে অনিরুদ্ধ রায় কোনো কথা বলেননি। চিঠিও দেননি। তিনি গণমাধ্যমে যে চিঠি দিয়েছেন তা আমরা অবগত নই।

এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে