নিউজ ডেস্ক : হাসপাতালে ঘুমন্ত মায়ের কোল থেকে ৩ মাস বয়সী শিশু মোসাম্মাৎ জিম হারিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার রাত ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৭০১ নম্বর ওয়ার্ডের ৪১ নম্বর বেডে এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিশুর বাবার নাম জুয়েল মিয়া ও মা সুমাইয়া আক্তার। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ডায়াবেটিস থেকে কিডনি রোগে আক্রান্ত হয়ে গত ৩১ অক্টোবর জুয়েল ঢামেক হাসপাতালের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। তাকে ৪০ নম্বর বেডটি বরাদ্দ দেওয়া হয়। ভর্তির পর থেকে অ্যাটেনডেন্ট হিসেবে শিশুসহ স্ত্রী সুমাইয়াও তার সঙ্গে ছিলেন। গতকাল সোমবার পাশের ৪১ নম্বর বেডটি খালি থাকায় শিশুকন্যাকে নিয়ে ঘুমিয়ে পড়েন সুমাইয়া। আর পাশের বেডেই ঘুমাচ্ছিলেন অসুস্থ জুয়েল।
জুয়েলের ভাতিজা রাফসান ফরাজি বলেন, 'রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ ঘুম ভাঙলে আমার চাচি দেখেন তার মেয়ে কোলে নেই। তখনই কান্নাকাটি শুরু করেন তিনি। পরে অন্যান্য রোগী, রোগীর স্বজন ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরাও ছুটে আসেন।
তবে অনেক খোঁজাখুঁজি করেও জিমকে কোথাও পাওয়া যায়নি। '
চাচির বরাত দিয়ে তিনি আরো বলেন, 'হাসপাতালে আসার পর থেকেই অনেকেই বিশেষ করে নারীরা শিশুটিকে দেখে প্রশংসা করতেন এবং যেচে খোঁজ-খবর নিতেন। তবে এ ঘটনায় কারা জড়িত থাকতে পারে তা নির্দিষ্ট করে বলতে পারছেন না চাচি। '
এ ব্যাপারে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বলেন, আমরা বিষয়টি শুনেছি। নিখোঁজ শিশুটির পরিবারের লোকজনও ক্যাম্পে এসেছেন। হাসপাতালে কর্তব্যরত আনসার সদস্যসহ আমরা শিশুটির সন্ধানে চেষ্টা অব্যাহত রেখেছি। বিষয়টি ঢামেক হাসপাতালের পরিচালককে জানানো হয়েছে বলে জানান তিনি।
আনসার ভিডিপির প্লাটুন কমান্ডার (পিসি) নজরুল ইসলাম জানান, হাসপাতালে ঘুমন্ত অবস্থায় মায়ের কোল থেকে নিখোঁজের খবর পাওয়ার পর থেকেই আমরা শিশুটিকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এমটিনিউজ২৪/এম.জে/এস