নিউজ ডেস্ক : কক্সবাজার সফরের সময় ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে নিজাম হাজারীর ক্যাডাররা হামলা করেছে বলে অভিযোগ করেছেন ফেনী জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আজহারুল হক।
আজ মঙ্গলবার সকালে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আজহারুল হক বলেন, খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনা ছিল পূর্বপরিকল্পিত। এই ঘটনার নেপথ্য নায়ক ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
তিনি বলেন, মূলত নিজাম হাজারীর বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিশোধ হিসেবেই নিজাম হাজারী ক্যাডারদের দিয়ে গণমাধ্যমের গাড়িতে হামলা চালায়। কারণ, সেদিন বেছে বেছে ডিবিসি, চ্যানেল আই, একাত্তর, বৈশাখী টেলিভিশন ছাড়াও প্রথম আলো ও ডেইলি স্টারের গাড়ি ভাঙচুর করা হয়।
এমটিনিউজ/এসএস