বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭, ১০:২৫:১৮

সহকারী শিক্ষক পদে শিগগিরই নিয়োগ বিজ্ঞপ্তি

সহকারী শিক্ষক পদে শিগগিরই নিয়োগ বিজ্ঞপ্তি

নিউজ ডেস্ক : প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট দূর করতে শিগগিরই সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হবে।

বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহে পিইসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে এ বিষয়টি জানান তিনি। এ সময় তিনি সরকার পরবর্তী সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা হবে বলেও জানান।

গণশিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকের যে সংকট ছিল সেটি পূরণের জন্য পুল এবং প্যানেল থেকে প্রায় ৪২ হাজার শিক্ষককে আমরা ইতোমধ্যে নিয়োগ দিয়েছি। আর সামনে যে ১২ থেকে ১৪ হাজার পদ খালি আছে সেটির হিসাব করে নিয়োগ বিজ্ঞপ্তি দ্রুত ছাড়বো। আশা করছি, শিগগিরই এটি প্রকাশ পাবে।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ প্রসঙ্গ টেনে তিনি বলেন, আগামী ডিসেম্বরের ১৫ তারিখের মধ্যেই বই বিতরণ শুরু করা হবে। যাতে বছর শুরুর আগেই সব শিক্ষার্থী হাতে হাতে বই পেয়ে যায়।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে