নিউজ ডেস্ক : পদোন্নতি পেয়ে পুলিশ সুপার (এসপি) হয়েছেন ৯৬ জন পুলিশ কর্মকর্তা। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ পদোন্নতির প্রজ্ঞাপন জারি হয়। এসপি পদে দায়িত্বরতরা গ্রেড-৫ অনুযায়ী বেতন (৪৩,০০০-৬৯৮৫০) পেয়ে থাকেন।
পদোন্নতি পেয়ে পঞ্চম গ্রেডে গেলেও এই কর্মকর্তারা বর্তমানে যে যে পদে দায়িত্ব পালন করছেন, তা চালিয়ে যেতে বলা হয়েছে। কারণ, পুলিশ সুপারের ওই পরিমাণ পদ বর্তমানে খালি নেই।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আদেশক্রমে উপ-সচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনটি সংশ্লিষ্ট সব দফতরে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।
এই ৯৬ জনের মধ্যে তিনজন পুলিশ সুপারের চলতি দায়িত্ব পালন করছেন। তারা হলেন- পুলিশ স্টাফ কলেজের ইকবাল হোসেন, ঢাকা রেঞ্জ অফিসের আবুল বাশার তালুকদার এবং এনটিএমএস’র আব্দুল মান্নান মিয়া।
এমটিনিউজ/এসএস