শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫, ১১:৩১:৫৩

আবু সাঈদের ঋণ এই জাতি পরিশোধ করতে পারবে না: জামায়াতে আমীর

আবু সাঈদের ঋণ এই জাতি পরিশোধ করতে পারবে না: জামায়াতে আমীর

এমটিনিউজ২৪ ডেস্ক : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাঈদ চত্বরে আয়োজিত এক পথসভায় জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “আবু সাঈদের ঋণ এই জাতি কখনো পরিশোধ করতে পারবে না।”

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় তাজহাট থানা রংপুর মহানগরের উদ্যোগে এই পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় জামায়াত আমীর ডা. শফিকুর রহমানসহ ও রংপুর মহানগরের অনান্য নেতারাকর্মীরা।

পথসভায় জামায়াত আমীর ডা. শফিকুর রহমান আরও বলেন, আবু সাঈদদের মতো ছাত্ররা রাস্তায় স্লোগান দিয়েছিল “we want Justice”। আবু সাঈদের মতো শত শত ছাত্রজনতা জীবন দিয়েছে। আবু সাঈদের ঋণ এই জাতি কখনো পরিশোধ করতে পারবে না। ৪ তারিখে মানুষ খুন করে ঢাকার রাস্তায় ট্রাকের উপর ছুড়ে দেওয়া হল। তারপর সেটাতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হল। সরি বললে খুনিদের ক্ষমা করা যায় না। প্রতিটি খুনের বিচার করতে হবে।

তিনি আরও বলেন, আমরা কেউ নেতা হওয়ার জন্য এই কাজ করি না। দেশের মানুষের একটু সেবা যদি করতে পারি আমরা মনে করি যে এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত।রাজনীতি যারা করেন তাদের কাছে আমার অনুরোধ মেহেরবানী করে শহীদের রক্তের প্রতি সম্মান দেখান। আন্দোলনে আমাদের আহত ভাই-বোনদের প্রতি সম্মান দেখান । মেহেরবানী করে সমাজবিরোধী কোনো কাজ করবেন না। সরি বললে খুনিদের ক্ষমা করা যায় না। প্রতিটি খুনের বিচার করতে হবে।

উল্লেখ্য যে, পথসভায় বিপুলসংখ্যক স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। পুরো আয়োজন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে