শনিবার, ১৬ ডিসেম্বর, ২০১৭, ০১:০৭:০৩

‘বেগম জিয়ার অবৈধ সম্পত্তি নিয়ে মির্জা ফখরুলের মনেও সন্দেহ’

‘বেগম জিয়ার অবৈধ সম্পত্তি নিয়ে মির্জা ফখরুলের মনেও সন্দেহ’

নিউজ ডেস্ক : যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার সৌদি আরব, দুবাইতে অবৈধ সম্পত্তি থাকার যে খবর বেরিয়েছে, এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনেও সন্দেহ জেগেছিল যে, ঘটনা সত্যি কি না। তা না হলে উনি আবার খোঁজ করতে গেলেন কেন? ডালমে কুছ কালা হ্যায়।

গতকাল গুলিস্তানে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বাবা ফয়েজ আহমেদ চৌধুরীর স্মরণ সভায় মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী এক কথা বলেন।

যুবলীগ চেয়ারম্যান বলেন, খালেদা জিয়ার অবৈধ সম্পদের তদন্ত হওয়ার আগেই সারা দুনিয়ায় তদন্ত করে ফেলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন সারা পৃথিবীতে তারা খোঁজ নিয়ে দেখেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার পরিবারের নামে বিদেশে যে সম্পদের কথা বলা হচ্ছে, সেই ধরনের সম্পদের কোনো অস্তিত্বই নেই।

ওমর ফারুক বলেন, এমন কি সৌদি আরব এবং দুবাইতে যে প্রোপার্টির কথা বলা হয়েছে, সে প্রোপার্টিগুলোর কোনো অস্তিত্ব নেই। অনেকেই মজা করে ফেসবুকে লিখেছেন ফখরুল সাহেবের মনেও সন্দেহ জেগেছিল।
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে