শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫, ১২:২৯:৩৪

সীমান্তে বাংলাদেশ ও ভারতীয় নাগরিকদের মধ্যে সংঘর্ষ; এবার যে বার্তা দিলেন বিজিবি অধিনায়ক কিবরিয়া

সীমান্তে বাংলাদেশ ও ভারতীয় নাগরিকদের মধ্যে সংঘর্ষ; এবার যে বার্তা দিলেন বিজিবি অধিনায়ক কিবরিয়া

এমটিনিউজ২৪ ডেস্ক : জনসচেতনতামূলক মতবিনিময়সভায় বক্তব্য প্রদান করেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। 

গত ৫ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত এই সীমান্তে বেআইনিভাবে বিএসএফ-এর কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। পরে গত ১৮ জানুয়ারি (শনিবার) গাছ ও ফসল কাটা নিয়ে এই সীমান্ত ও পাশের কিরনগঞ্জ সীমান্তের মাঝে বাংলাদেশ ও ভারতীয় নাগরিকদের মধ্যে সংঘর্ষ হয়।

গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে চৌকা বিওপির আওতাধীন প্রধান আন্তর্জাতিক সীমান্ত পিলার থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের ভেতরে বাখর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংশ্লিষ্ট চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, শিবগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী, শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়াসহ বিজিবি কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং বক্তব্য প্রদান করেন। সভায় প্রায় ১২০০ সীমান্তবাসী উপস্থিত ছিলেন।

সভায় উৎসুক জনতা যেন সীমান্ত এলাকায় গমন করে সাধারণ কৃষকদের ফসল নষ্ট না করে সে অনুরোধ জানান বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। তিনি বলেন, ‘বিজিবি সীমান্তের নিরাপত্তা ও জনগণের আস্থা রক্ষা করবে।

গত ১৮ জানুয়ারি মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলারের নিকট ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের সুখদেবপুর ক্যাম্পের সহযোগিতায় ভারতীয়দের বাংলাদেশিদের আমগাছ কাটাকে কেন্দ্র করে দুই দেশের নাগরিকদের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর এখন পরিস্থিতি শান্ত রয়েছে।’

সীমান্তের শূন্য লাইনে না যাওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘অবৈধ অনুপ্রবেশ বন্ধ করতে হবে। কৃষক ছাড়া অন্য কোনো বহিরাগত বিনা কারণে যেন সীমান্তের শূন্য রেখায় না যায় বা অযথা ঘোরাঘুরি না করেন।’ এ সময় সীমান্ত এলাকায় গবাদিপশু না চরানোর পরামর্শ প্রদান করেন তিনি।

তিনি মাদক ও চোরাকারবারিদের সম্পর্কে তথ্য দিয়ে বিজিবিকে সাহায্য করতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে