নিউজ ডেস্ক: মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ আর সম্মান জানাতে ভোর ছয়টার দিকেই জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে ৬টা চুয়াল্লিশ মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর পক্ষ থেকে চৌকশ দল বীর শহীদদের প্রতি সশস্ত্র সালাম জানান।
এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের দলীয় প্রধান হিসেবে দলের সিনিয়র নেতাদের সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি স্মৃতিসৌধ ত্যাগ করার পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস