শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫, ০৬:৪২:১১

খালেদা জিয়ার ঘোষণা

খালেদা জিয়ার ঘোষণা

নিউজ ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসে কয়েকটি স্থানে সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জানিয়ে দেশটির পাশে থাকার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ ঘোষণা দেন তিনি। বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বিবৃতিটি গণমাধ্যমে পাঠান। বিবৃতিতে খালেদা জিয়া বলেন, প্যারিসে সন্ত্রাসী হামলার ঘটনায় আমি বিস্মিত, হতবাক ও ক্ষুব্ধ। এ ঘটনায় কমপক্ষে ১৫৩ জন নিহত এবং কয়েকশ' মানুষ আহত হওয়ায় আমি উদ্বিগ্ন, শোকাহত। তিনি বলেন, আমি এই বর্বরোচিত ও নৃশংস হামলার নিন্দা জানাচ্ছি এবং এর হোতারা দৃষ্টান্তমূলক বিচারের মুখোমুখি হবে বলেও আশা করছি। ফ্রান্সের সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, সব ধরনের উগ্রপন্থা ও সন্ত্রাসের বিরুদ্ধে ফ্রান্সসহ বিশ্বের শান্তিকামী সব মানুষের পাশে আমরাও আছি ও থাকবো। প্রসঙ্গত, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ফ্রান্সের রাজধানী প্যারিসের অন্তত ছয়টি স্থানে একযোগে হামলা চালায় সন্ত্রাসীরা। বোমা হামলা ও গুলিতে অন্তত ১৫৩ জন নিহত এবং কয়েকশ' মানুষ আহত হন। এ ঘটনায় ফ্রান্সে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। ১৪ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে