নিউজ ডেস্ক: আগামী ১১ রবিউস সানি ১৪৩৯ হিজরি, ৩০ ডিসেম্বর শনিবার সারাদেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উদযাপিত হবে। বাংলাদেশের আকাশে গতকাল মঙ্গলবার ১৪৩৯ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। আজ বুধবার থেকে পবিত্র রবিউস সানি মাস গণনা শুরু হবে।
গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মসচিব মো. আনিছুর রহমান।
সভায় মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মোঃ সাইদুর রহমান, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (প্রেস) মোঃ মিজান-উল-আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস