শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭, ০৭:২১:২২

‘৭০০ টাকা ফি দিয়ে ২ ঘণ্টার এমসিকিউ পরীক্ষা দিলাম’

‘৭০০ টাকা ফি দিয়ে ২ ঘণ্টার এমসিকিউ পরীক্ষা দিলাম’

নিউজ ডেস্ক: ‘৭০০ টাকা ফি দিয়ে ২ ঘণ্টার এমসিকিউ পরীক্ষা দিলাম’। কথাটি বলেছেন মামুন। ৩৮তম বিসিএস প্রিলিমিনিয়ারি পরীক্ষা দিতে এসেছেন। সিট পড়েছে শুক্রাবাদের নিউ মডেল ডিগ্রি কলেজে। মামুন জানান, তার পরীক্ষা ভালো হয়নি, বোধ হয় প্রিলিতে টিকবেন না।

টঙ্গি থেকে এসেছেন তাপস। তার সিট পড়েছে ঢাকা কলেজে। তিনি বলেন, প্রিলিমিনিয়ারি পরীক্ষার জন্য পিএসসি ইচ্ছে করলে কম ফি নিতে পারে। যারা প্রিলিতে টিকবে তারা লিখিত পরীক্ষার জন্য আবার না হয় ফি দিলো। এ নিয়ে তিনবার বিসিএস প্রিলিমিনিয়ারি পরীক্ষা দিয়েছেন। একবারও টিকেন নাই বলে জানালেন তাপস।

মোহাম্মদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে সিট পড়েছিলো সাদিয়া রহমানের। তিনি বলেন, পরীক্ষার আবেদন প্রক্রিয়াতো এখন অনলাইনে। পিএসসিকে একটা এডমিট কার্ডও পাঠাতে হয় না। পরীক্ষার্থীরা নিজেরাই প্রিন্ট করে নেয়।

তন্বী নামে আরেক পরীক্ষার্থী অভিযোগ করে বলেন, পিএসসি তো ইচ্ছে করলে সিটপ্ল্যানটা এসএমএস করে পাঠাতে পারতো!

শুক্রবার রাজধানীসহ সারা দেশে মোট আটটি বিভাগে ২৮৩টি কেন্দ্রে একযোগে সকাল ১০টায় ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শুরু হয়। ২ ঘণ্টার পরীক্ষা শেষ হয় বেলা ১২টায়। ২০২৪টি পদের বিপরীতে এবার মোট তিন লাখ ৪৬ হাজার ৫৩২ জন পরীক্ষার্থী আবেদন করেছেন।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে