শুক্রবার, ০৫ জানুয়ারী, ২০১৮, ০৭:৫৫:৩১

পুলিশের সর্বোচ্চ পদক পাচ্ছেন ২৬ প্রাণ বাঁচানো সেই কনস্টেবল পারভেজ

পুলিশের সর্বোচ্চ পদক পাচ্ছেন ২৬ প্রাণ বাঁচানো সেই কনস্টেবল পারভেজ

নিউজ ডেস্ক: ২০১৭ সালে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ পাচ্ছেন কুমিল্লার গৌরীপুরে দুর্ঘটনা কবলিত একটি বাস থেকে ২৬ জন যাত্রীর প্রাণ বাঁচানো সেই কনস্টেবল মো. পারভেজ মিয়া।

পদক পাওয়ার ব্যাপারে কনস্টেবল পারভেজ বলেন, ‘ভাই এটা ছিল, আমার দায়িত্ব। পুলিশের চাকরি নেবার সময় যে শপথ করেছিলাম, সেটাই শুধুমাত্র সঠিকভাবে পালন করার চেষ্টা করেছি। আর এই কাজের স্বীকৃতির জন্য বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম পাচ্ছি জেনে আমি খুবই আনন্দিত।’

তিনি বলেন, ‘মাত্র কিছুদিন আগে চাকরিতে যোগদান করেছি। চাকরি জীবনের শুরুতে যে এত বড় সম্মান পাব তা কোনদিন ভাবিনি। আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। বাবার নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে আমার জীবন গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছি। এই পদক কর্মজীবনে আমাকে আরও ভালো কাজ করার জন্য অনুপ্রেরণা দেবে।’

পুলিশ বাহিনীর সদস্যগণের সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরুপ প্রতি বছর বিপিএম পদক প্রদান করা হয়। আগামী ৮ জানুয়ারি পুলিশ সপ্তাহে পারভেজের হাতে বিপিএম পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য পুলিশ সদর দফতরকে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৭ সালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৩০ জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ৭১ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ২৮ জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ দেওয়া হচ্ছে। একই সঙ্গে আরও ৫৩ জন ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’ পাচ্ছেন।

পারভেজ বলেন, ‘মানুষের জীবনের নিরাপত্তা দেয়া আমার একমাত্র কর্তব্য। আমার কর্তব্য পালনের জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে আমি পদক নিতে পারব এটা ভেবে খুবই ভালো লাগছে।’

কনস্টেবল পারভেজ সম্পর্কে জানতে চাইলে হাইওয়ে পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম জানান, জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে পারভেজ দ্রুত ডোবার পানিতে তলিয়ে যাওয়া গাড়ির ভেতর থেকে ২৬ জন যাত্রীর প্রাণ বাঁচিয়েছেন। তার এই কাজের জন্য পুলিশ বাহিনী গর্বিত। তাই এই সাহস ও মানবিকতার মূল্যবোধের স্বীকৃতি স্বরূপ এবার পুলিশ সপ্তাহে বিপিএম পদক পাচ্ছেন পারভেজ।

যেভাবে ২৬ প্রাণ বাঁচালেন পারভেজ

গত বছরের ৭ জুলাই শুক্রবার সকাল ১১টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুরে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডোবায় পড়ে যায় একটি যাত্রীবাহী বাস। ঘটনাস্থলের ঠিক পাশেই দায়িত্ব পালন করছিলেন দাউদকান্দি হাইওয়ে থানার কনস্টেবল পারভেজ মিয়া। বাসটি খাদে পড়ার দৃশ্য চোখে পড়তেই দৌড়ে গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ডোবার পানিতে লাফিয়ে পড়েন তিনি।

যাত্রীদের উদ্ধার করার জন্য ময়লা পানিতে ডুব দিয়ে গাড়ির গ্লাস ভেঙ্গে ভেতরে প্রবেশ করেন পারভেজ। এর পর নারী-পুরুষসহ ২৬ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন তিনি। আর পারভেজের এই উদ্ধার কাজের ছবি মুহূর্তে ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদমাধ্যমে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে