শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫, ০২:৪৯:৩৮

আরেক সমন্বয়ককে লোহার পাইপ দিয়ে পেটাল ছাত্রলীগ নেতাকর্মীরা

আরেক সমন্বয়ককে লোহার পাইপ দিয়ে পেটাল ছাত্রলীগ নেতাকর্মীরা

এমটিনিউজ২৪ ডেস্ক : পাবনার ঈশ্বরদীতে এক মাসের ব্যবধানে বৈষম্যবিরোধী আন্দোলনের আরেক ছাত্র সংগঠক ইব্রাহিম রহমানকে (২১) লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ১০টার দিকে ঈশ্বরদী সরকারি কলেজ গেটের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত ইব্রাহিম ঈশ্বরদী শহরের পূর্বটেংরী এলাকার আব্দুস সালাম ডালুর ছেলে ও পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। এর আগে আরেক সংগঠক তানজিদুর জাহান দিহানকে হত্যার চেষ্টায় পিটিয়ে আহত করে।

আহত ইব্রাহিম জানান, ঘটনার সময় তার বন্ধু শান্তকে নিয়ে সরকারি কলেজ গেট-সংলগ্ন চায়ের দোকানে চা পান করতে যান। এ সময় শাকিল ও রিফাতের নেতৃত্বে বেশ কয়েকজন লোহার পাইপ, চাপাতি ও পিস্তল হাতে নিয়ে তার ওপর হামলা করেন। সেখানে তারা পিটিয়ে ইব্রাহিমকে আহত করেন। এ সময় শাকিল পিস্তল বের করে ইব্রাহিমকে গুলি করার চেষ্টা করেন। পরে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দায়িত্বরত চিকিৎসক তাসনিম তাবাসসুম স্বর্ণা জানান, ইব্রাহিমকে পিটিয়ে আহত করেছে। তাকে চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম শহিদ জানান, হামলার খবর পেয়েই ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলামকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অপরাধীদের ধরতে পুলিশের কয়েকটি দল অভিযান শুরু করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে