শুক্রবার, ০৫ জানুয়ারী, ২০১৮, ১১:২৬:৫১

চলতি বছর দেশে জন্ম নেবে ৪৮ হাজার রোহিঙ্গা শিশু

চলতি বছর দেশে জন্ম নেবে ৪৮ হাজার রোহিঙ্গা শিশু

মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশের ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গা পরিবারগুলোতে চলতি বছর প্রায় ৪৮ হাজার শিশু জন্ম নিতে যাচ্ছে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেনের এক জরিপে এই তথ্য উঠে এসেছে।

জন্ম নেয়ার পর এই শিশুদের নানা রোগ ও পুষ্টিহীনতার ঝুঁকির আশঙ্কা করছে সংস্থাটি। চলতি বছর ক্যাম্পে ৪৮ হাজার রোহিঙ্গা শিশুর জন্ম হতে যাচ্ছে বলে শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেভ দ্য চিলড্রেন।

ক্যাম্পে অবস্থান করা রোহিঙ্গা আর নতুন করে জন্ম নেয়া শিশুদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে বাড়তি অর্থ বরাদ্দ প্রয়োজন বলে মনে করছে সেভ দ্য চিলড্রেন।

গত বছর আগস্টে মিয়ানমারের রাখাইনে সেনা অভিযানের পর দেশ ছেড়ে বাংলাদেশে আশ্রয় নেয় লাখ লাখ রোহিঙ্গা। সরকারি হিসেব মতে বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গার সংখ্যা সাড়ে ছয় লাখেরও বেশি। জাতিসংঘের হিসেবে এদের ৬০ ভাগই নারী ও শিশু। সূত্র:ফক্স নিউজ ।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে