শনিবার, ০৬ জানুয়ারী, ২০১৮, ০৬:২০:৫৫

শৈত্যপ্রবাহ নিয়ে সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাস যা বলছে

শৈত্যপ্রবাহ নিয়ে সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাস যা বলছে

নিউজ ডেস্ক: শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা আর কনকনে ঠাণ্ডায় কাঁপছে দেশ। প্রকৃতির দিকে তাকালেই বোঝা যায় বেশ জেঁকে বসেছে শীত। শীতের প্রকোপ বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত মানুষের সংখ্যা। বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ চলমান থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর ফলে টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ ও শ্রীমঙ্গল অঞ্চলসহ খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্য প্রবাহ অব্যাহত থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এবং মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝরী থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

এছাড়া, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় সামান্য হ্রাস এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আবহাওয়া অধিদফতর বলছে, আজ শনিবার দেশের সর্বনিন্ম তাপামাত্রা রেকর্ড হয়েছে রাজশাহী ও চুয়াডাঙ্গায়। ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্র রেকর্ড করা হয় কক্সবাজারে (২৭ ডিগ্রি সেলসিয়াস)।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে