শনিবার, ০৬ জানুয়ারী, ২০১৮, ০৬:২৯:৪৬

বিএনপি নয়, আওয়ামী লীগই বিলুপ্ত হয়ে যাবে : রিজভী

বিএনপি নয়, আওয়ামী লীগই বিলুপ্ত হয়ে যাবে : রিজভী

নিউজ ডেস্ক: বিএনপি নয়, আওয়ামী লীগ নিজেই বিলুপ্ত হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এর আগে, শুক্রবার আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আয়োজিত এক জনসভায় আওযামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচনে অংশ না নিলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। বিরল প্রাণীর মতো বিলুপ্ত হয়ে যাবে বিএনপি। তাদের অবস্থা মুসলিম লীগের চেয়েও খারাপ হয়ে যাবে। নির্বাচনে না আসা হবে বিএনপির আরেকটি আত্মহত্যার শামিল।

রিজভীর অভিযোগ, দলে নিজের জায়গা পাকাপোক্ত করতেই ওবায়দুল কাদের বিএনপিকে নিয়ে ফাঁকা বুলি দিচ্ছেন।

'গণতন্ত্র ফিরিয়ে আনাই বিএনপির বড় চ্যালেঞ্জ' মন্তব্য করে রিজভী আহমেদ আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে এক চুলও ছাড় দেওয়া হবে না। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চলবেই।

ক্ষমতাসীন দলকে ‘খালি কলসি’ সম্বোধন করে বিএনপির এই মুখপাত্র বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের ভরাডুবি হবে বলেই তারা হুমকি-ধামকির পথ অবলম্বন করছে।  

২০১৮ সালে খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের ঘরে ঘরে গণতন্ত্রের বিজয় পতাকা উড়বে বলেও আশা প্রকাশ করেন রিজভী।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে