রবিবার, ০৭ জানুয়ারী, ২০১৮, ০১:৩৭:৫৮

নতুন দফতরে যোগ দিলেন তারানা হালিম

নতুন দফতরে যোগ দিলেন তারানা হালিম

নিউজ ডেস্ক: নতুন দফতরে যোগ দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। রোববার সকাল ১১ টার দিকে সচিবালয়ের নতুন দফতরে যোগ দেন। এর আগে গত ৩ জানুয়ারি তারানা হালিমকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে সরিয়ে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিয়োগ দেয়া হয়।

এই সময় তথ্য প্রতিমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারানা হালিম বলেন, সময় কম, চ্যালেঞ্জ বেশি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানেই দেবেন দক্ষতা ও সততার সঙ্গে কাজ করবো। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মতো এখানেও সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

তারানা হালিম আরও বলেন, এ মন্ত্রণালয়ে সুন্দর সুন্দর কাজ আরও বেশি উপহার দেবো। আশা করছি, ইনু ( তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু) ভাইও সহযোগিতা করবেন
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে