রবিবার, ০৭ জানুয়ারী, ২০১৮, ০২:৩৮:১২

শিক্ষকতা করে ৩২ বছর বেতন না পাওয়ার দুঃখ

শিক্ষকতা করে ৩২ বছর বেতন না পাওয়ার দুঃখ

নিউজ ডেস্ক: প্রায় ৩২ বছর বিনা বেতনে শিক্ষকতা করা ইবতেদায়ী মাদরাসার হালিমা খাতুন বলেন, দুঃখ আর দুর্দশা নিয়ে পরিবার নিয়ে কোনো রকম বেঁচে আছি। একবেলা খাবার যোগার হলে আরেক বেলা খাবারের কথা চিন্তা করে দিন চলে যায়। এই অবস্থায় জীবন আর চলছে না।

কথাগুলো তিনি বলছিলেন প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট চলার সময়ে।

সপ্তমদিনের মতো প্রচণ্ড শীতে খোলা আকাশের নিচে বিভিন্ন জেলা থেকে আসা মাদরাসার শিক্ষকরা সমাবেত হয়েছেন। তাদের একটিই দাবি বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল সতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ।

অবস্থান ধর্মঘটে শিক্ষক নেতারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ২০ থেকে ৩০ হাজার টাকা বেতন পান সেখানে ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা তেমন কোনো বেতন পান না।

তারা আরও বলেন, বেতন ভাতা না পেয়ে ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা মানবেতর জীবন যাপন করছে। তাই আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তক্ষেপ কমনা করছি।

ধর্মঘটে উপস্থিত থেকে সতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষক সমিতির মহাসচিব বলেন,  ২৬১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে এক ইতিহাস সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তেমনি ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ করে আরও একবার ইতিহাস সৃষ্টি করবেন বলে আশা করি।

ধর্মঘট থেকে তিনি জানান, এ দাবি না মানা পর্যন্ত কোনো শিক্ষক মাদরাসায় ফিরে যাবে না এমনকি জাতীয়করণ না করা হলে ধর্মঘটসহ অন্যান্য কর্মসূচি দেওয়ার কথা বলেন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে