রবিবার, ০৭ জানুয়ারী, ২০১৮, ০৫:১৭:০৩

মার্চেই 'বঙ্গবন্ধু স্যাটেলাইট'র মহাকাশে উৎক্ষেপণ: তারানা হালিম

মার্চেই 'বঙ্গবন্ধু স্যাটেলাইট'র মহাকাশে উৎক্ষেপণ: তারানা হালিম

নিউজ ডেস্ক: আসছে ২৭ থেকে ৩১ মার্চের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছেন সদ্য বিদায়ী ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

রোববার সকালে নিজের নতুন কর্মস্থল তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব বুঝে নিয়ে ব্রিফিংয়ে একথা জানান তিনি। প্রধানমন্ত্রী তাকে যে মন্ত্রণালয়ের দায়িত্ব দেবেন সেখানেই দক্ষতার সঙ্গে কাজ করার ব্যাপারে আগ্রহ রয়েছে বলেও জানান নতুন তথ্য প্রতিমন্ত্রী।

তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম আরো বলেন, 'বঙ্গবন্ধু স্যাটেলাইটে চুক্তি সাক্ষরের তারিখ থেকে স্যাটেলাইটের কাজে শতভাগ সম্পূর্ণ করতে সময় মাত্র দু'বছর তিন মাস লাগছে। স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণের জন্য তারিখটি আমি সারপ্রাইজ হিসেবে রেখেছিলাম।'  
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে