রবিবার, ০৭ জানুয়ারী, ২০১৮, ০৬:২৪:৫৯

শীতে কাঁপছে সারা দেশ, তিন জেলায় তাপমাত্রা ৫ ডিগ্রিতে

শীতে কাঁপছে সারা দেশ, তিন জেলায় তাপমাত্রা ৫ ডিগ্রিতে

নিউজ ডেস্ক: প্রচণ্ড শীতে কাঁপছে সারা দেশ। এর মধ্যে দিনাজপুর, রাজশাহী ও চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাওয়া শৈত্য প্রবাহ অব্যাহত রয়েছে। এ তিন জেলায় তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে।

৭ জানুয়ারি রোববার এই তিন অঞ্চলে তাপমাত্রা রেকর্ড করা হয় ৫ ডিগ্রি সেলসিয়াসে, যা এই মৌসুমে দেশের সর্বনিম্ন।

রোববার দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সেখানে শীতের প্রকোপে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা।

এদিকে রাজশাহীতে রোববার ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া শনিবারের মতো রোববারও চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

আবহাওয়া অধিদফতর বলেছে, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ ও শ্রীমঙ্গলসহ খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও কমবে রাতের তাপমাত্রা।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে