বুধবার, ১০ জানুয়ারী, ২০১৮, ০৯:৪৮:০৮

‘পাগলের কথায় কারও বেশি মনোযোগ না দেওয়াই ভালো’

‘পাগলের কথায় কারও বেশি মনোযোগ না দেওয়াই ভালো’

নিউজ ডেস্ক: ‘জোড়াতালি দিয়ে পদ্মা সেতু নির্মাণ ও দলীয় নেতা-কর্মীদের ওই সেতুতে উঠতে নিষেধ করা’র বিষয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মন্তব্যে মনোযোগ না দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘এ ধরনের মন্তব্যকে পাগলের প্রলাপ হিসেবে মেনে নেওয়াই ভালো। আমার মনে হয়, এই ধরনের পাগলের কথায় কারও বেশি মনোযোগ না দেওয়াই ভালো। কারণ, কোনও সুস্থ মানুষ এ ধরনের কথা বলতে পারেন না।’

বুধবার (১০ জানুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পীর সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

বাপ্পী তার প্রশ্নে খালেদা জিয়ার বক্তব্য ‘জোড়াতালি দিয়ে পদ্মা সেতু নির্মাণ ও দলীয় নেতা-কর্মীদের ওই সেতুতে উঠতে নিষেধ করা’ বিষয়ে প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চান।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি নেত্রী পদ্মা সেতু নিয়ে যে বক্তব্য দিয়েছেন, এ ব্যাপারে আমি কী মন্তব্য করবো? তবে, সেতু তো বিভিন্ন পার্ট (অংশ) তৈরি করে করে নির্মাণ হয়। এক্ষেত্রে তো জোড়া দিয়েই সেতু করা হয়। জোড়া না দিলে তো সেতু হয় না। কিন্তু উনি (খালেদা জিয়া) জোড়াতালি দিয়ে কী বুঝাতে চেয়েছেন, তা আমার বোধগম্য নয়। তবে বাংলাদেশে তো একটা প্রচলিত কথা রয়েছে- পাগলে  কিনা কয়, ছাগলে কিনা খায়।’

বিএনপি নেতাকর্মীদের সেতুতে উঠতে খালেদা জিয়ার নিষেধাজ্ঞা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘জানি না, বিএনপি নেতানেত্রী যারা শুনেছেন, তারা সত্যিই পদ্মা সেতু হওয়ার পরে ‍উঠবেন কী উঠবেন না। আর যদি কেউ ওঠেন, তাহলে এলাকার লোকজন নজরদারি করতে পারবে- সত্যি উঠল কিনা।’
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে