মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫, ০১:৩৬:৪৩

সাকার চৌধুরীর রিভিউ শুনানি হয়নি

সাকার চৌধুরীর রিভিউ শুনানি হয়নি

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের শুনানি হয়নি। তবে অপর আসামি জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের শুনানি শেষে রায়ের জন্য বুধবার দিন ধার্য করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে মঙ্গলবার সালাহউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু মুজাহিদের রিভিউ শুনানি শেষে আদালত আজ সালাহউদ্নি কাদের চৌধুরীর রিভিউ শুনানি নয় বলে জানায়। বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। গত ১৪ অক্টোবর আপিল বিভাগে রিভিউ আবেদন করেন সালাহউদ্দিন কাদের চৌধুরী। পরদিন আবেদনটির দ্রুত শুনানির জন্য দিন ধার্যের আবেদন জানায় রাষ্ট্রপক্ষ। গত ২০ অক্টোবর রিভিউ শুনানির জন্য ২ নভেম্বর তারিখ ধার্য করেন আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এরপর নিজের পক্ষে কয়েকজন সাফাই সাক্ষীকে সমন জারি করার আবেদন জানান সালাহউদ্দিন কাদের চৌধুরী। মোট ১০৮ পৃষ্ঠার রিভিউ আবেদনে সালাহউদ্দিন কাদের চৌধুরীর ১০টি যুক্তি দেখিয়ে অভিযোগ থেকে অব্যাহতি ও মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া হয়েছে। গত ২৯ জুলাই চট্টগ্রাম অঞ্চলের মানবতাবিরোধী অপরাধের দায়ে সালাহউদ্দিন কাদের চৌধুরীর আপিল মামলার সংক্ষিপ্তাকারে চূড়ান্ত রায় দেয় আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রেখে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেয়। পরে ৩০ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশ পায়। পরদিন ১ অক্টোবর তাদের আপিল বিভাগের রায় জানানো হয়। নিয়ম অনুসারে নির্ধারিত ১৫ দিনের মধ্যেই রিভিউ আবেদন করেন সালাহউদ্দিন কাদের চৌধুরী। ২০১৩ সালের ১ অক্টোবর সালাহউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসির রায় দেয় ট্রাইব্যুনাল-১। চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীর, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় দেয়। এ রায়ের বিরুদ্ধে ওই বছরের ২৯ অক্টোবর আপিল করেন বিএনপির এই নেতা। পরে আপিলেও তার মৃত্যুদণ্ড বহাল থাকে। ২০১০ সালের ১৬ ডিসেম্বর অন্য একটি মামলায় গ্রেপ্তার হন সালাহউদ্দিন কাদের চৌধুরী। পরে একই বছরের ১৯ ডিসেম্বর তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ১৭ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে