মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫, ০৫:৪৮:১৩

প্লট-ফ্ল্যাট মালিকদের সুসংবাদ দিলেন পূর্তমন্ত্রী

প্লট-ফ্ল্যাট মালিকদের সুসংবাদ দিলেন পূর্তমন্ত্রী

ঢাকা : প্লট ও ফ্ল্যাট মালিকদের সুসংবাদ দিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চলমান প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, গ্রাহকের কাছ থেকে প্লটের জন্য টাকা নিয়ে তাদের প্লট বুঝিয়ে দিতে দেরি করা যাবে না। দ্রুত প্লট হস্তান্তরের ব্যবস্থা করতে হবে। যাদের কাছ থেকে ফ্ল্যাটের বিপরীতে টাকা নেয়া হয়েছে তাদেরও দ্রুত ফ্ল্যাট বুঝিয়ে দিতে হবে। আজ মঙ্গলবার রাজধানীর উত্তরায় রাজউকের উত্তরা (তৃতীয় পর্ব) ও উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় পূর্ত সচিব মঈন উদ্দিন আব্দুল্লাহ, রাজউকের চেয়ারম্যান জয়নাল আবেদিন ভুইয়া, পূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী কবির আহমেদ ভুইয়া, রাজউকের প্রধান প্রকৌশল হাফিজুর রহমান মুন্সিসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে রাজউক জানিয়েছে, উত্তরার দুটি প্রকল্প কাজের অগ্রগতি দেখার পর পূর্তমন্ত্রী রাজউকের পূর্বাচল উপশহর প্রকল্প এবং কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্প কাজের অগ্রগতি দেখতে আসবেন। ১৭ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে