বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫, ০৪:৫৬:৫২

দেড় মাসেও খোঁজ মেলেনি অপহৃত অনিক-মুন্নার

দেড় মাসেও খোঁজ মেলেনি অপহৃত অনিক-মুন্নার

নিউজ ডেস্ক: বান্দরবান সীমানাসংলগ্ন রাঙামাটির বিলাইছড়ি এলাকা থেকে দেড় মাস পূর্বে অস্ত্রের মুখে অপহৃত হওয়া ঢাকার দুই পর্যটকের অবস্থান এখনও অজানা। আইনশৃঙ্খলা বাহিনী, অপহৃতদের স্বজন- কেউ নিশ্চিত নন কী ঘটেছে এই দুই তরুণের ভাগ্যে। স্থানীয়দের ভাষ্য, গত ৩ অক্টোবর বিকাল ৩টায় বিলাইছড়ি উপজেলার দুর্গম ফাররুয়া ইউনিয়নের বড়থলি গ্রামের নতুন পুকুর এলাকা থেকে ঢাকার মিরপুরের ব্যবসায়ী জাকির হোসেন মুন্না, ছাত্র আবদুল্লাহ জুবায়েরসহ ছয়জনকে অপহরণ করে ‘সশস্ত্র একটি দল’। অপহৃতদের মধ্যে ছিলেন স্থানীয় দুই গাইড মানছাই ও লাল রিং ছাং বম এবং স্থানীয় বাসিন্দা অভিরাং ত্রিপুরা ও মনীন্দ্র ত্রিপুরা। এদের মধ্যে অভিরাং ও মনীন্দ্রকে ওই রাতেই ছেড়ে দেয় অপহরণকারীরা। অপহৃত জুবায়েরের ফুফাত ভাই এম নাওয়াদ আশেকিন জানান, গত ২৮ সেপ্টেম্বর ঢাকা থেকে ছয়জনের একটি দল নিয়ে তারা বান্দরবানে যান। গত ৫ অক্টোবর জুবায়ের ও মুন্নার অপহৃত হওয়ার খবর পান তারা। “দলের অন্য সদস্যরা জানিয়েছে, শিপ্রু পাড়া থেকে সাতজন অস্ত্রধারী, যাদের দুইজন ইউনিফর্ম পড়া ছিল, ওদের ধরে নিয়ে যায়। সেসময় অস্ত্রধারীরা রাখাইন ভাষায় কথা বলছিল। এ কারণে ধারণা করা হচ্ছে তারা মিয়ানমারের কোনো বিচ্ছিন্নতাবাদী দল হতে পারে।” অপহরণের উদ্দেশ্য স্পষ্ট নয় জানিয়ে নাওয়াদ বলেন, “বিচ্ছিন্ন কিছু সূত্র থেকে জানা গেছে, আরাকান লিবারেশন আর্মি নামে একটি স্শস্ত্র দল তাদের অপহরণের পর ভারতের মিজোরাম রাজ্যে নিয়ে গেছে। পুরো বিষয়টি কনফিউজিং, প্রশাসনের পক্ষ থেকেও কিছু জানানো হচ্ছে না।” তবে সীমান্ত এলাকায় কয়েক দফা অভিযান চালিয়েও অপহৃতদের হদিস বের করা যায়নি বলে জানিয়েছেন সেনাবাহিনীর বান্দরবানের আঞ্চলিক অধিনায়ক নাকিব আহমেদ চৌধুরী। “আমরা আসলেই জানি না তারা কোথায় আছেন, কেমন আছেন। বলার মতো কোনো আপডেট আমার কাছে নেই।” জুবায়েরের বাবা আব্দুর রব খান বলেন, “তাদের কোনো ট্রেস নেই। আমার ছেলে কোথায় আছে, কেমন আছে কোনো তথ্যই আমার কাছে নেই।” অপহরণকারীদের পক্ষ থেকে মুক্তিপণও চাওয়া হয়নি বলে জানান অর্থ মন্ত্রণালয়ের সাবেক এই কর্মকর্তা। অপহৃত আরেক পর্যটক জাকির হোসেন মুন্নার স্ত্রী ফাতেমা তুজ জোহরা স্বামীকে আদৌ ফিরে পাবেন কিনা তা নিয়ে শঙ্কায় আছেন। “গত প্রায় দেড়মাস তার সাথে যোগাযোগ নেই। আমি জানি তিনি অনেক কষ্টে আছেন। লোকটা কেমন আছে, অন্তত এটুকু জানতে পারলেও শান্তি লাগত।” যে কোনো মূল্যে অপহৃতদের উদ্ধারের জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন তিনি। ১৮ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/পিবি/পিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে