বুধবার, ২৪ জানুয়ারী, ২০১৮, ১২:৫৮:১৯

মৃত্যুর আগে খুনিদের নাম বলে গেল জুয়েল

মৃত্যুর আগে খুনিদের নাম বলে গেল জুয়েল

নিউজ ডেস্ক : রাজধানীর চকবাজার থানার আলীঘাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত সোলায়মান হোসেন জুয়েল মৃত্যুর আগে বলে গেছে তিন খুনির নাম। খুনিরা হলো- সুমন, রবিন ও রমজান। ২৩ বছর বয়সী জুয়েল চকবাজারের পূর্ব ইসলামবাগের আলীঘাটের ৩৮/২১/এ বাসায় পরিবারের সঙ্গে থাকতো।

তার বাবা মুজিবুর রহমান সোয়ারীঘাট বাজারের একজন মাছ ব্যবসায়ী। জুয়েল বিজয় নগরের একটি ট্র্যাভেলস এজেন্সিতে চাকরি করতো। সোমবার রাতে বাসা থেকে মোবাইল ফোনে তাকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে হত্যা করে কয়েক যুবক। মৃত্যুর আগে জুয়েল তিন হত্যাকারীরই নাম বলে গেছে।

নিজ মুখে হত্যাকারীদের নাম বলার সেই ভিডিও এখন মানুষের হাতে হাতে। এ ঘটনায় জুয়েলের মামা মঞ্জুর হাসান সুমন বাদী হয়ে চকবাজার থানায় তিন খুনির নাম উল্লেখ করে হত্যা মামলা করেছেন। চকবাজার থানা পুলিশ তিন আসামির একজনকে আটক করেছে।

নিহতের ছোট ভাই মোস্তাফিজুর রহমান শাকিল বলেন, আমার ভাই প্রতিদিনের মতো সোমবার রাত ৯টার দিকে অফিস থেকে বাসায় ফিরেন। কিন্তু বাসায় ফেরার পর কেউ তার মোবাইলে ফোন দিয়ে ডেকে নিয়ে যায়। তারপর আর তার কোনো খোঁজ মেলেনি। রাত সাড়ে ১২টার দিকে আমার মায়ের মোবাইলে ফোন দিয়ে কেউ বলে ভাইকে ছুরি মারা হয়েছে।

শাকিল বলেন, পরে আমরা গিয়ে দেখি তার কাঁধ ও হাত থেকে প্রচুর রক্ত ঝরছে। তাড়াহুড়ো করে তাকে নিয়ে হাসপাতালে গেলে সে আমাদের এলাকার তিনজনের নাম বলে। আমরা সেগুলো ভিডিও করে রেখেছি। ভাই মরার আগে যাদের নাম বলেছে তারা সবাই আমাদের এলাকার মাদক ব্যবসায়ী। কিন্তু তাদের সঙ্গে ভাইয়ের কোনো শত্রুতা ছিল না। সে তাদের সঙ্গে কখনো চলতো না।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ ডিভিশনের উপ-কমিশনার মো. ইব্রাহিম খান বলেন, নিহত জুয়েল মৃত্যুর আগে যাদের নাম বলেছে তাদের মধ্য থেকে একজনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িত বাকি আসামিদেরও আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে চকবাজার থানা পুলিশ। -এমজমিন
 এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে