শুক্রবার, ০৩ মে, ২০২৪, ১২:০৬:৫৫

বজ্রপাতে কুমিল্লায় ৪ জনের মৃত্যু

 বজ্রপাতে কুমিল্লায় ৪ জনের মৃত্যু

এমটিনিউজ২৪ ডেস্ক : কুমিল্লায় বজ্রপাতে চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ মে) বিকেলে জেলার বুড়িচং, দেবীদ্বার, সদর দক্ষিণ ও চান্দিনা উপজেলায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। 

দেবিদ্বার থানার ওসি নয়ন মিয়া, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি আলমগীর হোসেন ভূঁইয়া, বুড়িচং থানার ওসি আবুল হাসানাত খন্দকার, চান্দিনা থানার ওসি আহমেদ সনজুর মোর্শেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সূর্যনগর গ্রামে বজ্রপাতে মারা যান আতিকুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি।

জেলার চান্দিনার কিছমত শ্রীমন্তপুর গ্রামে ধান কাটতে গিয়ে মারা যান দৌলতুর রহমান (৪৭) নামে এক কৃষক। বুড়িচংয়ের পাঁচোড়া নোয়াপাড়া গ্রামে আলম হোসেন নামে এক যুবক এবং দেবিদ্বারে ধামতী গ্রামে বাড়ির পাশে খড় আনতে গিয়ে মোখলেসুর রহমান (৫৮) নামে আরও এক ব্যক্তি মারা যান।
কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া জানান, আমরা বিক্ষিপ্তভাবে বজ্রপাতে মৃত্যুর সংবাদ পাচ্ছি। সঠিক সংখ্যা জানতে আরও সময় লাগবে।

জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আবেদ আলী বলেন, বজ্রপাতে মারা যাওয়া প্রত্যেক ব্যক্তির পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে