বুধবার, ২৪ জানুয়ারী, ২০১৮, ০১:৪৭:০৫

নিজের কন্যাকে এপিএস করলেন শিক্ষা প্রতিমন্ত্রী

নিজের কন্যাকে এপিএস করলেন শিক্ষা প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক : কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তার কন্যা কানিজ ফাতেমাকে (চৈতী)। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব আলিয়া মেহের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।  

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কারিগরী ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী- এর অভিপ্রায় অনুসারে কানিজ ফাতেমা (চৈতী), পিতা: কাজী কেরামত আলী, মাতা: রেবেকা সুলতানা, বর্তমান ঠিকানা- বাড়ী নং-০৮, রোড নং- ৩/সি, নিকুঞ্জ-১ (দক্ষিণ), ঢাকা, স্থায়ী ঠিকানা- হাসপাতাল রোড, সজ্জনকান্দা, রাজবাড়ি সদর, রাজবাড়ি-কে প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসেবে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ২২,০০০/- ৫৩,০৬০- স্কেলে নিয়োগ দেয়া হলো।

প্রতিমন্ত্রী যতদিন এ পদ অলংকৃত করবেন বা কানিজ ফাতেমা (চৈতী)- কে ওই পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।
 
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে