বুধবার, ২৪ জানুয়ারী, ২০১৮, ০৬:২৪:২৫

উপাচার্যকে উদ্ধার না করলে জীবনহানির আশঙ্কা ছিল: ওবায়দুল কাদের

উপাচার্যকে উদ্ধার না করলে জীবনহানির আশঙ্কা ছিল: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ছাত্রলীগ উদ্ধার না করলে তার জীবনহানির আশঙ্কা ছিল বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ভ্রাম্যমাণ আদালত পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি। কাদের বলেন, ‘গতকাল মঙ্গলবার আন্দোলনকারীরা জোর করে ভিসির অফিসে প্রবেশ করে। এ সময় ছাত্রলীগ তাকে উদ্ধার না করলে তার জীবনহানির আশঙ্কা ছিল’।

ওবায়দুল কাদের‘তবে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার বিষয়টি খতিয়ে দেখা হবে। জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেয়া হবে, কোনো ছাড় নয়।’

মঙ্গলবার সরকার সমর্থক সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভকারীদের ওপর সময় রড-লাঠি নিয়ে চড়াও হন। উপাচার্য ভবন থেকে থেকে সরিয়ে দেওয়ার পরও বিভিন্ন স্থানে কয়েক দফায় হামলা হয় বলে বিক্ষোভকারীদের অভিযোগ।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে ছাত্রলীগের এক সময়ের সভাপতি ওবায়দুল কাদের বলেন, একটা দিক দেখলেন, আরেকটা দিক দেখলেন না? এই যে আরেকটা সাইড… ভিসির অফিসের গেইট ভেঙে ঢোকার কি কোনো নিয়ম আছে? এটা কি কোনো গণতান্ত্রিক পন্থা? এটা কি আন্দোলনের অংশ?

ওবায়দুল কাদের বলেন, জোরপূর্বক ভিসি অফিসে ঢোকা হয়েছে, এটা কি গণতান্ত্রিক আন্দোলন? আর এখানে ছাত্রলীগের ইনভলভমেন্ট কেন, সেটাও ভিসি আমাকে বলেছেন। তাকে অবরুদ্ধ করার পরেই ছাত্রলীগ সেখানে গেছে, সাথে সাধারণ ছাত্রছাত্রীরাও গেছে।

পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন- এ বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দেশের জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তিই আগামীতে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন’।

অ্যাপসনির্ভর রাইড শেয়ারিং নীতিমালা প্রসঙ্গে তিনি বলেন, ‘মন্ত্রিপরিষদে এটি পাস হয়েছে। এক মাসের মধ্য বাস্তবায়ন করা সম্ভব হবে।’
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে