রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮, ১২:৫২:১৭

অবিলম্বে আনিস আলমগীরের গ্রেপ্তারের দাবি, না হলে তীব্র আন্দোলন

অবিলম্বে আনিস আলমগীরের গ্রেপ্তারের দাবি, না হলে তীব্র আন্দোলন

নিউজ ডেস্ক : হিন্দু সম্প্রদায়ের আরাধ্য দেবী সরস্বতীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের কারণে সাংবাদিক ও শিক্ষক আনিস আলমগীরকে গ্রেপ্তারের দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী।

তিনি বলেছেন, আবহমানকাল ধরে বাংলাদেশে হিন্দু-মুসলিম একত্রে বসবাস করে আসছে। এ দেশে এক সঙ্গে রোজা ও পূজা অনুষ্ঠিত হয়। সাম্প্রদায়িক সম্প্রীতির এ দেশে দেবী সরস্বতীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনিস আলমগীরের গ্রেপ্তার ও শাস্তির জোর দাবি জানাচ্ছি।

দেবী সরস্বতীকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনিস আলমগীরের কটূক্তির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ছাত্র যুব ফ্রন্ট আয়োজিত মানববন্ধন থেকে তিনি এ দাবি জানান। এ সময় প্রেস ক্লাবের সামনে অনশনরত শিক্ষকদের দাবির সঙ্গেও ঐক্যমত পোষণ করেন তিনি।

সংহতি প্রকাশ করে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন, অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনিস আলমগীরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সরকার এই ব্যাপারে কোনো ব্যবস্থা না নিলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ছাত্র যুব ফ্রন্টের সভাপতি জয়দেব রায়ের সভাপতিত্বে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম সম্পাদক অমলেন্দু দাস অপু, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুণ্ডু, প্রান্তিক জনশক্তি উন্নয়ন সহ-সম্পাদক অপর্ণা রায়, নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধু ও সুশীল বড়ুয়া, পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ বক্তব্য দেন।
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে