মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০১৮, ১২:৩৩:২৮

‘দলের ভেতরে সৈয়দ আশরাফের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে’

‘দলের ভেতরে সৈয়দ আশরাফের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে’

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের ভেতরেই দলটির প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন তার চাচাতো ভাই সৈয়দ আশফাকুল ইসলাম। ওয়ান ইলেভেনের কুশীলবরা এ ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন তিনি।

সৈয়দ আশফাক কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন ডিরেক্টর। গতকাল টেলিফোনে দেয়া সাক্ষাৎকারে সৈয়দ আশফাক জানান, সৈয়দ আশরাফ বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন। তিনি ভালো আছেন। খুব শিগগিরই দেশে আসবেন তিনি। স্ত্রী মারা যাওয়ার পরে পরিবারের লোকেরাই দেশের বাইরে থেকে ঘুরে আসার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি সেখানে স্বাস্থ্য পরীক্ষাও করছেন তিনি।

প্রেসিডেন্ট নির্বাচনে সৈয়দ আশরাফ অংশ নিচ্ছেন কিনা- জানতে চাইলে তিনি বলেন, এটা তো প্রধানমন্ত্রী ঠিক করবেন। তার (সৈয়দ আশরাফ) তো বলার কিছু নাই। সবকিছুই নেত্রীর ওপর নির্ভর করছে। সৈয়দ আশরাফ তো একটা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। তারপরও মাননীয় প্রধানমন্ত্রী যদি কোনো দায়িত্ব তাকে দিতে চান তাহলে অবশ্যই উনি দায়িত্ব নেবেন আশা করি।

সৈয়দ আশরাফের ফুসফুস ক্যানসারে আক্রান্তের খবর ভুয়া বলেও জানান তার ভাই। ষড়যন্ত্রের অংশ হিসেবে এসব প্রচার করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। কারা এ ষড়যন্ত্র করছে জানতে চাইলে তিনি বলেন, ষড়যন্ত্র করছে ওয়ান ইলেভেনের কুশীলবরা। এরাই মূল হোতা। ওয়ান ইলেভেনের এই কুশীলবরা দলের ভেতরেই ছিল। নেত্রীকে যারা মাইনাস করতে চেয়েছিল তারা এখন নেত্রীর আশেপাশে থেকে বিশ্বস্ত লোক যারা আছে তাদের সরানোর চেষ্টা করছে। এমজমিন
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে