বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৮, ০১:৩৪:২৬

বিজিএমইএ ভবনে হামলা, ভাঙচুর

বিজিএমইএ ভবনে হামলা, ভাঙচুর

নিউজ ডেস্ক : রাজধানীর কারওয়ান বাজারে গার্মেন্ট মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ ভবনের সামনে বিক্ষোভ করেছেন গার্মেন্ট শ্রমিকরা। গতকাল দুপুরে বকেয়া বেতনের দাবিতে রামপুরার ওয়াপদা রোড সংলগ্ন আশিয়ানা গার্মেন্ট শ্রমিকরা এ বিক্ষোভ করেন। পরে তাদের সঙ্গে বিজিএমইএ কর্মচারীদের সংঘর্ষ হয়।

এ অবস্থায় ভবনে ভাঙচুরের ঘটনা ঘটে। এতে অন্তত ২৫জন আহত হন। আশিয়ানা গার্মেন্টস শ্রমিকরা জানান, বকেয়া বেতনের দাবিতে বিজিএমইএ ভবনের সামনে অবস্থান নিলে বিজিএমইএ কর্মচারীরা তাদের ওপর হামলা চালায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরে আশিয়ানা গার্মেন্টসের ২০০-২৫০জন শ্রমিক বকেয়া বেতনের দাবিতে বিজিএমইএ ভবনের সামনে জড়ো হন।

এক পর্যায়ে শ্রমিকরা ভবনের মূল প্রবেশদ্বারে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। তখন ভবনের ভিতর থেকে ৬-৭জন কর্মী বেরিয়ে এসে হামলা করলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এরপর শ্রমিকরা পুরো দল নিয়ে ভবনের ভিতর প্রবেশ করে দরজার কাচ, ফুলের টব ভেঙে ফেলেন। এ সময় লিফট, নিরাপত্তা তল্লাশির জন্য রাখা আর্চওয়ে ও স্ক্যানার ক্ষতিগ্রস্ত হয়।

একপর্যায়ে শ্রমিক নেতারা সবাইকে নিয়ে বাইরে বেরিয়ে আসেন। শ্রমিকদের একটি দল বিজিএমইএ ভবনের ভিতর থেকে বেরিয়ে আসা একটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। তারা ইট-পাটকেল ছুড়ে ভবনের বাইরের কয়েকটি কাচও ভাঙচুর করেন। এ সময় বিজিএমইএ ভবন থেকে নিরাপত্তারক্ষীসহ ২০-২৫ জনের একটি দল লাঠিসোটা নিয়ে শ্রমিকদের ওপর ঝাঁপিয়ে পড়েন।

এ সময় শ্রমিক ও কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ায় বেশ কয়েক জন শ্রমিক আহত হন। প্রত্যক্ষদর্শী একজন বলেন, দুই পক্ষের মধ্যে মারামারির পর পুলিশ আসে। -বিডি প্রতিদিন
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে