বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৮, ১২:২৩:১৯

গ্রেপ্তার না করার নির্দেশনা চেয়ে ব্যারিস্টার সাকিবের হাইকোর্টে আবেদন

গ্রেপ্তার না করার নির্দেশনা চেয়ে ব্যারিস্টার সাকিবের হাইকোর্টে আবেদন

নিউজ ডেস্ক :  পুলিশের প্রিজনভ্যানে হামলা করে নেতা-কর্মীদের ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় আগাম জামিন আবেদন করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন।

বৃহস্পতিবার দুপুরের দিকে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি হবে। অপরদিকে একই মামলায় বিদেশে অবস্থানরত আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার না করার নির্দেশনা চেয়ে রিট আবেদন করেছেন। তার পক্ষে ব্যারিস্টার সাকিব মাহবুব এ আবেদন করেন।

দুপুরের দিকে বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনের ওপর শুনানি হবে। আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকের পক্ষে শুনানি করবেন সমিতির সহসভাপতি আওয়ামীপন্থী আইনজীবী মো. অজিউল্লাহ।

গত ৩০ জানুয়ারি রাজধানীর হাইকোর্ট এলাকায় পুলিশের প্রিজনভ্যানে হামলা ও ছাত্রদলের দুই কর্মীসহ তিন নেতাকে ছিনিয়ে ঘটনায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকসহ বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে