শনিবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৮, ০৫:০৩:০৫

বাংলাদেশি ৫ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের পুলিশ

বাংলাদেশি ৫ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের পুলিশ

নিউজ ডেস্ক: বাংলাদেশি ৫ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।  টেকনাফে নাফনদীতে বাংলাদেশি জেলেদের ওপর গুলিবর্ষণ করেছে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। গুলিবিদ্ধ হয়েছে কাঞ্জর পাড়ার ফকির মোহাম্মদের ছেলে নুরুল ইসলাম (৩৫) একজন।

শনিবার সকালের এ ঘটনায় গুলিবিদ্ধ জেলে নুরুল ইসলাম আহত অবস্থায় ফেরত আসতে পারলেও এসময় ৫ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে বিজিপি।

অপহৃতরা হলেন— আব্দুল গফুরের ছেলে আজিজুল্লাহ, মৃত আব্দুল শুক্কুরের ছেলে ইয়ার মোহাম্মদ, মৃত নুরুল আলমের ছেলে শাহ আলম, আব্বাসের ছেলে মো. রফিক ও আব্দুল জলিলের ছেলে পেটান আলীকে।

স্থানীয় মেম্বার আব্দুল গাফ্ফার জানান, সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হোয়াইক্যং কাঞ্জরপাড়া সংলগ্ন নাফনদীর পয়েন্ট দিয়ে জেলেরা মাছ শিকার করছিলেন।  এ সময় বিজিপি শীলখালী ঘাঁটির একটি বিশেষ টহল দল স্পিডবোট নিয়ে এসে বাংলাদেশি জেলেদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেন।

গুলিবিদ্ধ নুরুল ইসলামকে তার সহযোগীরা দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য কাঞ্জর পাড়া বাজারে নিয়ে আসেন।  পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কুতুপালং শরণার্থী ক্যাম্পের হাসপাতালে পাঠানো হয়।

এদিকে অপহৃত ৫ জেলে পরিবারের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে।

এ ঘটনার সত্যতা স্বীকার করে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম আরিফুল ইসলাম বলেন, বিজিবি অপহৃত জেলেদের ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছে।  তবে নাফনদীতে মাছ শিকার বন্ধ করা হলেও জেলেরা চুরি করে জলসীমা অতিক্রম করায় এই ঘটনার সূত্রপাত।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে