শনিবার, ০৪ মে, ২০২৪, ০৪:৪০:০৫

এবার যেদিন থেকে সারাদেশে বৃষ্টিপাত

এবার যেদিন থেকে সারাদেশে বৃষ্টিপাত

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের কোথাও কোথাও এখনও চলছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। বিচ্ছিন্নভাবে কয়েক অঞ্চলে বৃষ্টি হলেও তাতে গরম তেমন কমেনি।

আজ শনিবার সকাল থেকে রাজধানীর আকাশ কিছু সময়ের জন্য মেঘলা হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে রোদের তীব্রতা। আবহাওয়া অফিস বলছে, আজ ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা ৩০ শতাংশ।

শনিবার সকালে এক নিয়মিত ব্রিফিংয়ে আবহাওয়াবিদ ড. মোহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, আজ শনিবার রাত ১২টার পর দেশের উত্তর পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে বৃষ্টি হতে পারে। এ ছাড়া চলতি মাসের ৬ তারিখের (সোমবার) পর সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে করে গরম কিছুটা কমে আসবে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, মে মাসের ১১ তারিখের পর ফের শুরু হতে পারে তাপপ্রবাহ। তবে এপ্রিলের চেয়ে মে মাসের এই তাপপ্রবাহগুলোর তীব্রতা কম থাকতে পারে।

চলতি মাসের মাঝামাঝি সময় থেকে এক থেকে দুটি তীব্র বা অতিতীব্র তাপপ্রবাহ ও দুই থেকে তিনটি ছোট বা মাঝারি তাপপ্রবাহ হতে পারে বলেও জানান আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। তিনি বলেন, প্রতিবছর মে মাসে গড়ে ১৩ দিন বজ্রসহ বৃষ্টি হয়। এবারও তেমনই হওয়ার সম্ভাবনা রয়েছে।

বজ্রপাতের সময় সবাইকে নিরাপদ স্থানে থাকার আহ্বানও জানিয়েছেন এই আবহাওয়াবিদ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে