বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৮, ০১:০৬:৩৪

আদালত প্রাঙ্গণে প্রস্তুত রয়েছে দুটি প্রিজনভ্যান

আদালত প্রাঙ্গণে প্রস্তুত রয়েছে দুটি প্রিজনভ্যান

নিউজ ডেস্ক: আজ বৃহস্পতিবার ঘোষণা হতে যাচ্ছে বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়। এরইমধ্যে এ রায়কে ঘিরে দেশজুড়ে জনমানুষের মনে বিরাজ করছে উদ্বেগ, শঙ্কা।  যে কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।  বকশিবাজারের আদালত প্রাঙ্গণে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।  রাখা হয়েছে দুটি প্রিজনভ্যান।

প্রিজনভ্যান দুটির মধ্যে একটিতে করে এ মামলার অন্য আসামিদের সকালে আদালতে আনা হয়।  অন্যটি খালি এনে প্রস্তুত রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।  

এ মামলায় সাক্ষ্য দিয়েছেন ৩২ জন।  ১২০ কার্যদিবসের বিচারকার্য শেষ হয়েছে ২৩৬ দিনে।  আত্মপক্ষ সমর্থনে গেছে ২৮ দিন।  যুক্তি উপস্থাপন চলেছে ১৬ দিন।  আর আসামি পক্ষ মামলাটির বিভিন্ন বিষয় নিয়ে উচ্চ আদালতে গিয়েছেন ৩৫ বার।
৮ ফেব্রুয়ারি ২০১৮/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে