বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৮, ০২:৩৫:৩০

খালেদার ৫ বছরের জেল

খালেদার ৫ বছরের জেল

নিউজ ডেস্ক: খালেদার ৫ বছরের জেল। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা শুরু হয়। আজ বিকাল ২টা ২০ মিনিটের দিকে এ রায় পড়া শুরু করেন রাজধানীর বকশীবাজারস্থ আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ম বিশেষ জজ আদালতে বিচারক ড. আখতারুজ্জামান।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টা ১১ মিনিটে বিচারক এজলাসে প্রবেশ করেন এবং রায় পড়া শুরু করেন।  শুরুতে তিনি ৬৬২ পৃষ্ঠার রায় বলে জানান।  তবে পুরোটা তিনি পড়বেন না, বিশেষ গুরুত্বপূর্ণ অংশগুলো পড়বেন। 

এর আগে দুপুর ১টা ৫২ মিনিটে খালেদা জিয়া বকশীবাজার কারা অধিদপ্তেরর প্যারেড মাঠে বিশেষ জজ আদালত-৫ এর এজলাসে উপস্থিত হন। 

এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায় শুনতে আজ বৃহস্পতিবার বেলা ১টা ৪৮ মিনিটে আদালতে হাজির হন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
 
খালেদা জিয়ার সাথে আদালতে প্রবেশ করতে পেরেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্রিগেডিয়ার (অব.) এম. হাফিজ উদ্দিন ও আমির খসরু মাহমুদ চৌধুরী।

এর আগে গুলশানের বাসা থেকে ১১টা ৪৫ মিনিটে আদালতের উদ্দেশে রওনা দেন খালেদা জিয়া। আদালতের পথে রওয়ানা দেবার পর তার গাড়িবহরে হাজার হাজার নেতা-কর্মী যোগ দেয়। মগবাজার মোড়ে তার গাড়িবহর পৌঁছার পর নেতা-কর্মীদের ঢল নামে।
৮ ফেব্রুয়ারি ২০১৮/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে