বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৮, ০৫:০৪:১৯

‘দেশবাসীকে ধৈর্য ধারণ করতে বলেছেন খালেদা জিয়া’

‘দেশবাসীকে ধৈর্য ধারণ করতে বলেছেন খালেদা জিয়া’

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশবাসীকে ধৈর্য ধারণ করতে বলেছেন জানিয়েছেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। বৃহস্পতিবার জিয়া অরফোনেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মাসুদ আহমেদ তালুকদার বলেন, কারাগারে যাওয়ার সময় খালেদা জিয়া আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি দেশবাসীকে ধৈর্য ধারণ করতে বলেছেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে বলেছেন।

অচিরেই বিজ্ঞ আদালতে রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানান খালেদা জিয়ার এ আইনজীবী।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তারেক রহমানসহ অন্য পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছর করে কারাদণ্ড ও দুই কোটি টাকা করে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন।

২০০৮ সালের ৩ জুলাই দুর্নীতি দমন কমিশন-দুদকের তৎকালীন উপসহকারী পরিচালক হারুন অর রশীদ ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর রমনা থানায় মামলাটি করেন।

এতে খালেদা জিয়া, তারেক রহমান, মমিনুর রহমান, কাজী সালিমুল হক কামাল, শরফুদ্দিন আহমেদ, সাঈদ আহমেদ ও গিয়াস উদ্দিনকে আসামি করা হয়। তদন্তে সাঈদ আহমেদ ও গিয়াস উদ্দিনের সম্পৃক্ততা না পাওয়ায় চার্জশিট থেকে তাদের নাম বাদ দেয়া হয়। তদন্তে নতুন করে আসামি হিসেবে যুক্ত হন ড. কামাল উদ্দিন সিদ্দিকী।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে